মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। পরে আত্মহত্যা করেন হামলাকারী। ইস্ট ল্যান্সিং শহরের মূল ক্যাম্পাসে সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে হামলা চালান বন্দুকধারী। এতে আহত হন আরও ৫ জন।

পুলিশ শুরুতে জানায়, সন্দেহভাজন কৃষ্ণ বর্ণের খাটো পুরুষ। তিনি মুখোশ পরা ছিলেন। পরে তারা জানায়, হামলাকারীর বয়স ৪৩; বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

হামলার পর বন্দুকধারী পালিয়ে যায়। সে সময় স্থানীয়দের নিরাপদে অবস্থানের নির্দেশ দিয়েছিল পুলিশ। পরে তারা নিশ্চিত করে যে সন্দেহভাজন ক্যাম্পাসের বাইরে অবস্থিত করছিলেন। ক্যাম্পাস নিরাপদ।   

আগে প্রকাশিত ছবিতে দেখা যায়, সন্দেহভাজন ডেনিম জ্যাকেট, নেভি বেসবল ক্যাপ এবং লাল জুতা পরা ছিলেন।

সন্দেহভাজন হামলাকারীর এই ছবিটি প্রকাশ করে মিশিগান পুলিশ

ক্যাম্পাসের উত্তর দিকে বার্কি হল এবং সংলগ্ন মিশিগান স্টেট ইউনিভার্সিটি ইউনিয়ন ভবনে হতাহতদের খুঁজে পান পুলিশ কর্মকর্তারা।

সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, তদন্ত অব্যাহত রয়েছে। হামলাকারীর উদ্দেশ্য জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ বাহিনীর ডেপুটি চিফ ক্রিস রোজম্যান বলেন, ‘সত্যিই এটি একটি দুঃস্বপ্ন ছিল।’

মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসটি ডেট্রয়েট থেকে প্রায় ৯০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। এতে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করেন। সূত্র: বিবিসি