পাইলটদের প্রশিক্ষণ দিতে জার্মানির প্রতি ইউক্রেনের আহ্বান

রাশিয়ার বিরুদ্ধে লড়তে জার্মানির কাছে সাহায্য চাইলো ইউক্রেন। গোলাবারুদ সরবরাহের গতি বাড়ানোর পাশাপাশি পশ্চিমা যুদ্ধবিমান চালনায় ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দিতে বার্লিন কাছে আকুতি জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

বিল্ড অ্যাম সোনট্যাগ সংবাদপত্রকে কুলেবা বলেন, ‘রাশিয়ার আক্রমণ প্রতিহতে গোলাবারুদের ঘাটতি ছিল ইউক্রেনের এক নম্বর সমস্যা।’

তিনি বলেন, ‘জার্মান অস্ত্র নির্মাতারা গত মাসে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমাকে বলেছিল যে উনারা সরবরাহ করতে প্রস্তুত। তারা সরকারের চুক্তি সইয়ের জন্য অপেক্ষা করছে। সুতরাং সমস্যাটি সরকারের।’

এ সময় কিছুটা ক্ষোভও ঝাড়েন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘পশ্চিমারা আমাদের যে যুদ্ধবিমানগুলো দিতে চেয়েছিল, দ্রুত সময়ে সেগুলো পাব বলে আশা করছি না।’

কুলেবা বলেন, ‘ইউক্রেনীয় পাইলটদের যেভাবেই হোক প্রশিক্ষণ দেওয়া উচিত। জার্মানি যদি ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেয়, তাহলে সেটা হবে তার রাজনৈতিক স্বদিচ্ছার স্পষ্ট বার্তা।’

এ সময় ছয় মাস ধরে যুদ্ধ চলা বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।  

তিনি বলেন, ‘আমরা যদি বখমুত থেকে সরে যাই, তাহলে কী হবে? রাশিয়া বাখমুত নিয়ে যাবে। তারপর আরও আগ্রাসন চালিয়ে যাবে, যাতে বাখমুতের মতো প্রতিটি শহর একই পরিণতি ভোগ করে।’

ইউক্রেনীয় বাহিনী কতক্ষণ এই শহরটিকে ধরে রাখতে পারে জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি কুলেবা। সূত্র: রয়টার্স