মাকে গুলি করে দুই পুলিশ সদস্যকে হত্যার পর কিশোরের আত্মহত্যা

মাকে গুলি করার পর দুই পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করেছে ১৬ বছরের এক কিশোর। এরপর আত্মহত্যা করে সে। কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহরে বৃহস্পতিবার (১৬ মার্চ) ঘটে এ ঘটনা।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে একটি অ্যাপার্টমেন্টে প্রথমে মাকে গুলি করে আহত করে কিশোর। টহলরত দুই পুলিশ সদস্য ট্রাভিস জর্ডান (৩৫) ও ব্রেট রায়ান (৩০) ঘটনাস্থলে পৌঁছালে, স্থানীয় সময় রাত ১২টা ৪৭ মিনিটে তাদের ওপরও গুলি চালায় সে। গুলিতে নিহত হন তারা।

এডমন্টনের দায়িত্বরত পুলিশের প্রধান কর্মকর্তা ডেল ম্যাকফি জানান, গুলি করে আত্মহত্যা করেছে সেই কিশোর। তার মাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘তাদের মৃত্যুতে আমরা কতটা ভেঙে পড়েছি তা বোঝাতে পারবো না।’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারের এক বার্তায় শোক প্রকাশ করে বলেন, ‘প্রতিনিয়ত পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। এডমন্টনের দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু এই কঠিন বাস্তবতারই প্রমাণ।’

কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টন। ২০১৫ সালের পর এডমন্টনে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা এটিই প্রথম। এর আগে, ২০০৫ সালে চার পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে এক ব্যক্তি।

সূত্র: দ্য গার্ডিয়ান