টেক্সাসে ট্রেনে আটকে পড়া ২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

জরুরি নম্বরে বেনামি একটি ফোনকলে টেক্সাস পুলিশ শুক্রবার একটি মালবাহী ট্রেন থামায়। ফোনে তাদের জানানো হয়েছিল, ট্রেনের ভেতর অসংখ্য অভিবাসী শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। পরে ট্রেন থেকে উদ্ধার করা হয় ১৫ অভিবাসীকে। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে জরুরি ফোন কল পেয়ে ট্রেনটি থামায় তারা। তখন ওই এলাকার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

রয়টার্সের খবরে বলা হয়, সান আন্তোনিও শহরের কাছে পূর্ব নিপ্পার কাছে ট্রেনটিকে থামানো হয়। এটি থেকে পুলিশ ১৫ অভিবাসীকে উদ্ধার করে, যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল।

তাদের পাঁচজনকে সান আন্তোনিওর একটি হাসপাতালে পাঠানো হয়, অন্য পাঁচজনকে চিকিৎসার জন্য এলাকার আরেকটি হাসপাতালে পাঠায় পুলিশ। তাদের অবস্থা জানা যায়নি। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তদন্তকারীরা জানিয়েছেন, ফেডারেল তদন্তকারীরা মানব পাচারের সম্ভাবনা খতিয়ে দেখছেন। সূত্র: রয়টার্স