কানাডায় দাবানল: ইয়েলোনাইফ শহরের ২০ হাজার বাসিন্দা সরে যাচ্ছে

কানাডার উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল সামলাতে হিশশিম খাচ্ছে দমকলকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার ইয়েলোনাইফ শহরের ২০ হাজার বাসিন্দা গাড়ি ও বিমানে করে নিরাপদে সরে যাচ্ছে।

কর্মকর্তারা বলছেন, আগুন ধীরে ধীরে ছড়াচ্ছে। শহর থেকে ১৫ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে রয়েছে দাবানলটি। বৃষ্টি না হলে শনিবারের মধ্যে তা উপকণ্ঠে পৌঁছাতে পারে।

আঞ্চলিক ফায়ার সার্ভিস ফেসবুকে এক বিবৃতিতে জানায়, সামনে খুব কঠিন দিন আসছে। আগামী দুই দিনে আগুন ইয়েলোনাইফ শহরের দিকে চলে আসবে।

ওয়াইল্ড ফায়ার সার্ভিস ডিরেক্টর ক্লিফ চ্যাপম্যান সাংবাদিকদের বলেছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সবচেয়ে চ্যালেঞ্জিং সময় হওয়ার আশঙ্কা রয়েছে। 

ইয়েলোনাইফ শহরে স্থানীয় হাই স্কুলের বাইরে অপেক্ষা করছে কয়েকশ মানুষ। উদ্ধার ফ্লাইটের মাধ্যমে তারা প্রতিবেশী প্রদেশ আলবার্টার চলে যাবেন।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার বলেন, ‘লোকজনকে সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে ফেডারেল সরকার। স্থলপথ বিচ্ছিন্ন হলেও বাসিন্দাদের দ্রুত এয়ারলিফ্ট করার জন্য প্রস্তুত রয়েছি আমরা।’

বলা হচ্ছে, কানাডার সর্বকালের সবচেয়ে ভয়াবহ দাবানল মৌসুম এটা। দেশটিতে ১ হাজারের বেশি সক্রিয় দাবানল জ্বলছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন দাবানল সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: রয়টার্স