X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ১৪:৪৩আপডেট : ১৯ মে ২০২৪, ১৪:৪৩

পার্লামেন্টে অধিবেশন চলাকালেই হাতাহাতি ও মারামারি করেছেন তাইওয়ানের এমপিরা। নতুন সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধের জের ধরেই শুক্রবার (১৭ মে) এমন নাটকীয় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এর এই নাটকীয় দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

তাইওয়ানের পার্লামেন্ট যেন এক খেলাঘর। আর এমপিরা ছোট শিশু। তারা একে অপরকে কিল-ঘুসি, লাথি মারছেন, চিঁৎকার-চেচামেচি করছেন, চুল ধরে টানছেন, ধস্তাধস্তি করছেন। স্পিকার তাদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। কিন্তু তারা মারামারি চালিয়েই যাচ্ছেন। মুহূর্তেই সর্বোচ্চ ২ মিনিট ৭ সেকেন্ড ও সর্বনিম্ন ২৬ সেকেন্ডের নাটকীয় এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে।

নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইনপ্রণেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধাক্কাধাক্কি। পরে তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন। কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন। কেউ টেবিলের ওপর উঠে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে বিকেলের দিকে আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

এমপিদের সংঘর্সের ভিডিও পুরোবিশ্বে ভাইরাল হয়েছে। ছবি: রয়টার্স।

দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং দায়িত্ব নেওয়ার দিন কয়েক আগে এমন ঘটনা ঘটলো। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা তার।

গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই চিং। কিন্তু তার ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। প্রধান বিরোধীদল কুমিংতানের আসন পার্লামেন্টে সবচেয়ে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি। এ কারণেই সরকারের ওপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে কিছু সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত।

তবে তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি-মারামারির ঘটনা নতুন নয়। বিশ্বের অন্য যে কোনও দেশের পার্লামেন্টের তুলনায় তাইওয়ানের পার্লামেন্ট চেয়ার ছোড়াছুড়িসহ জল বেলুন নিক্ষেপ, চুল টানাটানি, ধাক্কাধাক্কি ও হাতাহাতির মতো সহিংসতার জন্য সুপরিচিত। বর্তমানে এটি স্থানীয় রাজনীতিরই একটি অংশ হয়ে উঠেছে।

২০২০ সালে সরকারি ওয়াচডগের প্রধান মনোনয়ন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এমপিরা। ওই বছরের শেষদিকে মাংস আমদানি নিয়ে বিতর্কের জেরে একে অপরের দিকে শূকরের নাড়িভুঁড়ি ছুঁড়ে মেরেছিলেন এমপিরা।

/এস/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক