গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিক্ষোভ

অবরুদ্ধ গাজা উপত্যকতায় যুদ্ধবিরতির দাবিতে এবার বিক্ষোভ করেছেন ইহুদিরা। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের হাইওয়েতে একটি ইহুদি গোষ্ঠীর কর্মীরা সড়ক আটকে বিক্ষোভ করেছেন। এতে সেখানে দীর্ঘ  যানজট দেখা দেয়। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, বিক্ষোভের কারণে বুধবার সকালের মাইলের পর মাইল যানজট দেখা দেয়।

‘ইফ নট নাউ’ নামের একটি সংগঠনের কর্মীরা স্থানীয় সময় সকাল ৯ টার দিকে ১১০ ফ্রিওয়ে ডাউনটাউনের দক্ষিণমুখী লেনে বসে যান। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এসময় বিক্ষোভকারীরা ‘আমাদের নামে নয়’ লেখা কালো টি-শার্ট পরিধান করেন এবং তাদের হাতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি সমেত প্ল্যাকার্ড ছিল।

কেসিএএল টিভির ভিডিওচিত্রে পুলিশ আসার আগে কয়েকজন ক্ষুব্ধ গাড়ি চালককে বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা গেছে।

হাইওয়ে টহল জানিয়েছে, খবর পেয়েই সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ। সেখান থেকে প্রায় ৭৫ জন বিক্ষোভকারীকে আটক করেন তারা।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সারা বিশ্বের শহরে বিক্ষোভের জন্ম দিয়েছে।