ডাকাতির সময় চোর নিয়ে গেলো ডাকাতদের গাড়ি

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি নগদে ব্যবসা করা একটি প্রতিষ্ঠানে ডাকাতি করেছে তিন সশস্ত্র ডাকাত। কিন্তু তারা পালিয়ে যাওয়ার আগে চতুর্থ এক ব্যক্তি তাদের পালিয়ে যাওয়ার কাজে ব্যবহারের জন্য রাখা গাড়িটি চুরি করে নিয়ে গেছে। এসব তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কমার্স সিটি পুলিশ শনিবার তিন সন্দেহভাজন ডাকাতের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে। তারা ঘটনাটিকে অপ্রত্যাশিত ও হাস্যকর হিসেবে উল্লেখ করেছে।

পুলিশ ফেসবুকে লিখেছে, আরও মজার বিষয় হলো চুরি হওয়া প্রাইভেট কারটি হয়ত আগেই চুরি করা ছিল। আমরা তা জানি না। তদন্ত চলছে।

শনিবার সকালে মুখোশ পরিহিত তিন সশস্ত্র ডাকাত হি লো চেক ক্যাশিং নামের প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা করে। তাদের বয়স ১৮ বছরের কম বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলেছে, যখন তারা ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করছিল, তখন চতুর্থ আরেক অপরাধী তাদের পালিয়ে যাওয়ার কাজে ব্যবহারের জন্য রাখা গাড়িটি চুরি করে নিয়ে গেছে। 

সন্দেহভাজন ডাকাতরা পায়ে হেঁটে পালিয়ে যাওয়ার আগে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এবং তাদের তাড়া করে। কেউ হতাহত হয়নি।