মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে হামলা, নিহত ৬

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) হামলায় নিহতদের মধ্যে একজন অভিযুক্ত আসামীও আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকালের হামলায় ২৬ জন আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মেক্সিকোর সোনোরা রাজ্যের প্রসিকিউটরের দফতর জানিয়েছে, অজ্ঞাত এই বন্দুক হামলায় এক অপরাধীসহ সাধারণ পাঁচজন নিহত হয়েছেন। কাজমে সকালের হামলায় ২৬ জন আহত হয়েছেন।

প্রসিকিউটর দফতর বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, সেই জন্মদিনের অনুষ্ঠানে সন্ত্রাসীর উপর সরাসরি আক্রমণ করেছিল বন্দুকধারীরা। তার বিরুদ্ধে নারীহত্যা, নরহত্যা, স্বাধীনতার অবৈধ বঞ্চনা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গ্রেফতারি পরোয়ানা ছিল।

প্রতিবেদন থেকে জানা গেছে, সামাজিক অনুষ্ঠানগুলোতে মাঝেমধ্যেই হামলা করে মেক্সিকোর সন্ত্রাসীরা। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত মাদক সহিংসতায় চার লাখ ২০ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন।

১৭ ডিসেম্বর বড়দিনের অনুষ্ঠানে বন্দুক হামলা চালায় এক মেক্সিকান যুবক। সেই হামলায় ১১ জন নিহত হয়েছিলেন।