ইকুয়েডরে মাদক চক্রের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা

ইকুয়েডরে মাদক চক্রের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল রয় গিলক্রিস্ট নোবোয়া আজিন। বুধবার (১০ জানুয়ারি) তিন দিনের সহিংসতার পর এই ঘোষণা দিয়েছেন তিনি। ইকুয়েডরের বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক চক্রের সংঘর্ষ হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

মাদক চক্রের সহিংসতার কথা উল্লেখ করে স্থানীয় বেতার স্টেশন রেডিও ক্যানেলায় ড্যানিয়েল নোবোয়া বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ইকুয়েডরকে আলোড়িত করেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, সশস্ত্র সংঘর্ষে এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি প্রদেশে যানবাহনে অগ্নিসংযোগ, অবরোধ ও বোমা হামলা করা হয়েছে।

দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে নোবোয়া বলেন, মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসীদের কাছে দেশ জিম্মি হয়ে থাকতে পারে না। সন্ত্রাসীদেরকে হুঁশিয়ারি করে তিনি বলেন, টেলিভিশন স্টেশন ও নিরাপত্তাকর্মীকে আটক করে লাভ নেই। এই দেশে মাদক চক্র টিকে থাকতে পারবে না।

দেশটির কারাগারের দায়িত্বে থাকা ন্যাশনাল সার্ভিস ফর অ্যাটেনশন টু পার্সনস ডিপ্রাইভড অফ লিবার্টি সংস্থাটি বুধবার জানিয়েছে, ১৩৯ জন রক্ষী ও অন্যান্য কর্মীদের জিম্মি করেছে বন্দীরা।