ট্রাম্পের কর বিল নিয়ে চূড়ান্ত ভোট আজ

মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় সংক্রান্ত বিল নিয়ে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ) আজ বৃহস্পতিবার চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে। বুধবার রিপাবলিকান দলের অভ্যন্তরে তীব্র দ্বন্দ্বের মুখে বিলটি একের পর এক প্রাথমিক ভোটে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যায়। তবে শেষ পর্যন্ত রাতের দিকে চূড়ান্ত ভোটের পথে এগোয়। 

রিপাবলিকান নেতৃত্ব আশা করছে, ওয়াশিংটন সময় সকাল ৮টা ৩০ মিনেটে বিলটি পাস হয়ে ট্রাম্পের হাতে পৌঁছাবে। হাউজ স্পিকার মাইক জনসন বুধবার ক্যাপিটল হিলে সাংবাদিকদের বলেছেন, আমরা খুবই আশাবাদী। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছি।

মে মাসে হাউজে প্রথমবার পাস হওয়ার পর এই বিলটি সিনেটে বুধবার মাত্র এক ভোটের ব্যবধানে অনুমোদন পায়। তবে সিনেটে কিছু সংশোধনী আনার পর এটি আবার হাউজে ফিরে আসে। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য হাউজে পাস হতে হবে। 

এই বিলে ট্রাম্পের বেশ কিছু নির্বাচনি প্রতিশ্রুতি রাখা হয়েছে। এর মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধি, অভিবাসী বিতাড়ন ত্বরান্বিত করা এবং ৪.৫ ট্রিলিয়ন ডলার কর ছাড় অন্তর্ভুক্ত। তবে বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বাড়াবে এবং নিম্নআয়ের মানুষের জন্য ফুড স্ট্যাম্প ও স্বাস্থ্যবীমা (মেডিকেড) প্রকল্পে ব্যাপক কাটছাঁট করবে। 

বুধবার হাউজে বিলটির প্রাথমিক ভোটে রেকর্ড সাত ঘণ্টা ৩১ মিনিট ধরে ভোটিং চলে। যা হাউজের ইতিহাসে দীর্ঘতম। রিপাবলিকান দলের মধ্যে একাংশ এই বিলের বিরোধিতা করছেন। যাদের মধ্যে কেউ ঋণ বৃদ্ধি নিয়ে আপত্তি করছেন। আবার কেউ স্বাস্থ্যসেবা কাটছাঁট নিয়ে উদ্বিগ্ন। 

ডেমোক্র্যাটরা এই বিলের তীব্র বিরোধিতা করে বলেছেন, এটি ধনীদের পক্ষে এবং গরিবদের বিরুদ্ধে একটি অপবিত্র সিদ্ধান্ত। হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেছেন, সিনেট রিপাবলিকানদের এই বিল পাস করার জন্য লজ্জিত হওয়া উচিত। 

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একের পর এক পোস্ট দিয়ে রিপাবলিকান সদস্যদের চাপ দিচ্ছেন। তিনি লিখেছেন, রিপাবলিকানদের জন্য এটি সহজ একটি ‘হ্যাঁ’ ভোট হওয়া উচিত ছিল। এটা হাস্যকর!’ 

সূত্র: এএফপি