আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে জার্মান নারী নিহত

_96137467_mediaitem96137466আফগানিস্তানে একটি অতিথি ভবনে বন্দুকধারীর হামলায় এক জার্মান নারী নিহত হয়েছেন। একই সঙ্গে ওই ভবনের নিরাপত্তা প্রহরীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার দেশটির রাজধানী কাবুলে এই হত্যাকাণ্ড ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অতিথি ভবনটি ছিল ‘অপারেশন মার্সি’ নামের একটি সুইডিশ এনজিও’র। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে হামলা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ফিনল্যান্ডের আরেক নারী নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাকে অপহরণ করা হয়েছে।

অতিথি ভবনে হামলার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, ভবনটিতে যারা ছিলেন তারা সবাই অপারেশ মার্সি-এর কর্মী ছিলেন।

হামলার বিষয়ে সুইডেনের ওরেবোভিত্তিক ত্রাণ ও উন্নয়ন সংস্থাটি এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে তালেবান জঙ্গিদের পৃথক এক হামলায় অন্তত ২০জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দক্ষিণ আফগানিস্তানের একটি পুলিশ চেক পয়েন্টে এ হামলা হয়।

প্রাদেশিক মুখপাত্র জানিয়েছেন, তালেবানরা ফাঁদ পেতে এই হামলা চালিয়েছে। আহতদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফগানিস্তানে সশস্ত্র সংগ্রাম করছে তালেবান জঙ্গিরা। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বিদেশিকে তালেবানরা অপহরণ করেছে। ব্রিটিশ সরকার সতর্ক করে জানিয়েছিল, আফগানিস্তানে পশ্চিমাদের অপহরণ হওয়ার ঝুঁকি রয়েছে। ২০০১ সাল থেকে এ পর্যন্ত শতাধিক বিদেশিকে অপহরণ করা হয়েছে। তবে আফগানরা অপহরণের শিকার হচ্ছেন আরও বেশি।  আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, শুধু ২০১৬ সালেই অন্তত ৮০ জন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/