রয়টার্স সাংবাদিকদের মুক্তি দিতে মিয়ানমারের প্রতি পম্পেও’র আহ্বান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মিয়ানমারে আটক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার সিঙ্গাপুরে এক আঞ্চলিক সম্মেলনের পার্শ্ববৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী কিয়াও টিনকে এই আহ্বান জানান তিনি।


 


download

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হিদার নোয়ার্ট বলেন, পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বার্মার পররাষ্ট্রমন্ত্রীর কাছে রয়টার্সের আটক দুই সাংবাদিকের বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন তাদেরকে শিগগিরই মুক্তি দেওয়া উচিত এবং তাদের আটকের বিষয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

২০১৭ সালের ১২ ডিসেম্বর রয়টার্সের সাংবাদিক ওয়া লোন (৩১) ও কিয়াউ সয়ে ঊ (২৭)-কে আটক করে মিয়ানমার কর্তৃপক্ষ। তারা রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক চালানো নিধনযজ্ঞ নিয়ে প্রতিবেদন তৈরি করেছিল। গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। ব্রিটিশ শাসনামলের ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ নামের ঔপনিবেশিক আইনে তাদের গ্রেফতার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছরের জেল হতে পারে সাংবাদিকদের।

শুনানিতে এই দুই সাংবাদিক বলেছেন, ‘তারা আমাদের গ্রেফতার করেছে কারণ আমরা তাদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলেছি। আমরা সত্য প্রকাশ করার চেষ্টা করেছি।’