লাখ লাখ উইঘুরকে গোপন শিবিরে আটকে রেখেছে চীন: জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি প্যানলে শুক্রবার বলেছে, চীন অন্তত ১০ লাখ উইঘুরকে  বড় বড় শিবিরে এনে রেখেছে, যেগুলোকে দেখে আটককেন্দ্র বলেই মনে হয়। দেশটি এই শিবিরগুলোর বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলছে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, জাতিসংঘের মানবাধিকার সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জন চীনা কর্মকর্তার কেউ এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি।s3.reutersmedia.net

জাতিসংঘের বর্ণবাদ নির্মূল কমিটির সদস্য গে ম্যাকডোগাল জানিয়েছেন, আটক দশ লাখের বাইরেও আর দুই লাখ উইঘুরকে ‘রাজনৈতিক প্রশিক্ষণ দানের’ নামে বিশেষ শিবিরে আটকে রেখেছে চীন।
গে ম্যাকডোগাল চীন, হংকং এবং ম্যাকাওয়ের পরিস্থিতির ওপর পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপনের সময় চীনের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।