২য় বিশ্বযুদ্ধের দাসদের ক্ষতিপূরণে জাপানি কোম্পানিকে দ.কোরীয় আদালতের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার কোরীয় নাগরিককে দাস হিসেবে কাজে বাধ্য করার জন্য জাপানের একটি কোম্পানিকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানি সম্রাটের সেনাবাহিনী কোরীয় উপসাগর দখল করেছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

87a0eab6c9324ef7b2eb3f33fe420c89_18

আদালত মামলাকারী চারজনের প্রত্যেককে ১ মিলিয়ন ওন (৮৭,৭০০ ডলার) ক্ষতিপূরণ দিতে নিপ্পন স্টিল অ্যান্ড সুমিটমো মেটাল কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন।

এই মামলার একমাত্র জীবিত বিবাদী ৯৮ বছরের লি চুন আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। অন্য তিন বিবাদী বেঁচে থাকা দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরোধিতাপূর্ণ ইতিহাস রয়েছে। ১৯১০ থেকে ১৯৪৫ পর্যন্ত কোরীয় উপসাগরীয় অঞ্চল দখল করে ৩৫ বছর শাসন করে জাপান। এই সময় কোরীয়, চীনা ও ফিলিপাইনি নারীদের জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

মঙ্গলবার নিপ্পন স্টিল আদালতের রায়কে গভীর দুঃখজনক বলে মন্তব্য করেছে এবং জানিয়েছে রায়টি সতর্কভাবে পর্যালোচনা করা হবে। জাপান সরকারের প্রতিক্রিয়াও তারা নজরে রাখবে বলে জানিয়েছে কোম্পানিটি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতকে তলব করবে।

ক্ষতিপূরণ ও অপরিশোধিত মজুরির জন্য ২০১৫ সালে চার বিবাদী মামলাটি দায়ের করেছিলেন।