জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতির অধিকার কোনও দেশের নেই: মাহাথির

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে অস্ট্রেলিয়ার স্বীকৃতির সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রবিবার তিনি বলেছেন, এই অধিকার কোনও দেশের নেই। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

GettyImages-1019717314-e1544963470913

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ ধরে শনিবার পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের সমালোচনা করে মাহাথির সাংবাদিকদের বলেন, জেরুজালেম এখন যেমন আছে তেমনটাই থাকা উচিত, ইসরায়েলের রাজধানী নয়।

মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, জেরুজালেম সবসময় ফিলিস্তিনের আওতায় ছিল। এখন কেন ফিলিস্তিনিদের কাছে না দিয়ে তারা জেরুজালেম যাদের নয় তাদের সঙ্গে ভাগ করছে, কেন আরব ও ইহুদিদের মধ্যে ভাগ করার উদ্যোগ নিচ্ছে? এই অধিকার তাদের নেই।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দুই রাষ্ট্র নীতির সমর্থক। জেরুজালেম মুসলিম, ইহুদি ও খ্রিস্টান ধর্মালম্বীদের কাছে পবিত্র স্থান। ইসরায়েল-ফিলিস্তিন সংকটে সবচেয়ে বড় বিরোধের ক্ষেত্রই হচ্ছে পূর্ব জেরুজালেম। ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে দেখতে চায়। ইসরায়েল পুরো জেরুজালেমকে নিজেদের রাজধানী মনে করে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দেয়নি।