পাকিস্তান সীমান্তে বন্দুকধারীর গুলিতে ২ ইরানি সেনা নিহত

পাকিস্তান সীমান্তের কাছে বন্দুকধারীর গুলিতে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনীর দুই সদস্য নিহত ও অপর দুই জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

Gunmen-kill-2-Guard-members-in-southeastern-Iran

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান  প্রদেশে অতীতে সুন্নি মিলিশিয়া ও মাদক চোরাকারবারীদের মধ্যে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটতো।

এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী বিপ্লবী বাহিনীকে বহনকারী একটি গাড়িতে গাড়িবোমা হামলা চালায়। এতে গাড়িতে থাকা ২৭ সেনা সদস্যই নিহত হয়

ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী দেশটির বিশেষায়িত অভিজাত বাহিনী। দেশটির নিয়মিত সশস্ত্র বাহিনীর চেয়ে বড় এই বাহিনী। বিপ্লবী বাহিনী সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনির দ্বারা পরিচালিত।