কাবুলে বোমা হামলায় সাংবাদিক নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টেলিভিশন চ্যানেলের কর্মীদের বহনকারী মিনি ভ্যানে বোমা হামলায় এক সাংবাদিক ও এক চালক নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র জানিয়েছেন, হামলায় চ্যানেলটির আরও চার কর্মী আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

f372c2f70d014fa1b8bd01d6169b9181_18

খুরশিদ টিভি চ্যানেলের নিউজ ডিরেক্টর জাওয়াদ ফরহাদ জানান, ১৫জন কর্মী থাকা বাসে হামলায় এই দুজন নিহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিনি ভ্যানকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

কয়েক ঘণ্টা পর ইসলামিক স্টেট (আইএস)এই হামলার দায় স্বীকার করেছে।

এক বছরের কম সময়ের ব্যবধানে খুরশিদ টিভির কর্মীদের লক্ষ্য করে এটি দ্বিতীয় হামলা। এর আগে ২০১৯ সালের আগস্টে চ্যানেলটির একটি ভ্যানে রাখা বোমার বিস্ফোরণে দুই পথচারী নিহত হন। ওই সময় কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।