তাইওয়ান ইস্যুতে ভারতকে চীনের হুঁশিয়ারি

তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের বিষয়ে ভারতকে হুঁশিয়ারি জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিং বলেছে, নয়া দিল্লির উচিত এক চীন নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিচক্ষণতার সঙ্গে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক করা। তাইওয়ানের সঙ্গে ভারত বাণিজ্যিক আলোচনা শুরু করতে পারে, এমন খবর প্রকাশিত হওয়ার পর চীন এই প্রতিক্রিয়া জানালো।

c2ebdb56-f370-11e6-8a92-5a4126ffa8eb_1280x720

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্বে চীন একটিই এবং তাইওয়ান চীনের অবিচ্ছিন্ন অংশ। ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এক-চীন নীতি সর্বজন স্বীকৃত।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছে যে, তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক আলোচনা শুরু করতে পারে ভারত।

ঝাও বলেন, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ভিত্তি হলো এই এক-চীন নীতি। ফলে আমরা তাইওয়ানের সঙ্গে রাষ্ট্রীয় বিনিময় বা সরকারি নথি স্বাক্ষরের দৃঢ়বিরোধিতা করি।

মুখপাত্র আরও বলেন, ভারতের এক-চীন নীতির প্রতি শ্রদ্ধাশীল এবং তাইওয়ান সংশ্লিষ্ট বিষয়ে বিচক্ষণতা ও উপযুক্তভাবে আগানো উচিত।