আর্মেনিয়ার ছেড়ে দেওয়া শেষ জেলার নিয়ন্ত্রণ নিলো আজারবাইজান

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখে আর্মেনিয়ার ছেড়ে যাওয়া শেষ জেলায় আজারাইজানের সেনাবাহিনী প্রবেশ করেছে। মঙ্গলবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লাচিন জেলায় আজারবাইজানের পতাকা নিয়ে সেনাবাহিনীর একটি কলাম প্রবেশ করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

BB1bv8Q6

আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। কিন্তু এলাকাটিতে বসবাস ছিল আর্মেনীয় জনগোষ্ঠীর মানুষদের। সেখানে নিজেদের বিচ্ছিন্নতাবাদী সরকারও প্রতিষ্ঠা করেছিল তারা। সম্প্রতি তারই জেরে ছয় সপ্তাহ ধরে যুদ্ধ হয়েছে সেখানে। শেষ পর্যন্ত যুদ্ধে আর্মেনিয়া পর্যুদস্ত হয়ে পড়লে রাশিয়ার হস্তক্ষেপে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিদেশীয় চুক্তিতে আর্মেনিয়া কারাবাখের তিনটি জেলা ছেড়ে দিতে সম্মত হয়। আগদাম ও কালবাজারে আগেই প্রবেশ করেছে আজেরি বাহিনী। এবার লাচিন জেলাতেও তারা অবস্থান নিলো।

আগের দুটি জেলার মতোই লাচিনের বাসিন্দারা হস্তান্তরের আগেই এলাকা ছেড়ে চলে গেছেন। যাওয়ার সময় সঙ্গে করে তাদের আসবাবপত্র, গবাদি-পশু, এমনকি প্লাস্টিকের পাইপও নিয়ে গেছে।

অনেক গ্রামের বাসিন্দা চলে যাওয়ার আগে নিজেদের বাড়ি পুড়িয়ে দিয়েছেন। সোমবার সন্ধ্যায় দুটি বাড়িতে আগুন দেখা গেছে।

স্থানীয় কর্মকর্তা দাভিত দাবতিয়ান জানান, স্থানীয়দের চলে যাওয়ার জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আর্মেনিয়া সীমান্তের লাচিন করিডোরের মানুষদের জন্য এই সময়সীমা প্রযোজ্য ছিল না।