চীনে নকল ভ্যাকসিন চক্রের মূলহোতা গ্রেফতার

চীনে নকল করোনাভাইরাস ভ্যাকসিন বিক্রি করে কয়েক কোটি ডলার হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি কোভিড-১৯ ভ্যাকসিনের ভায়ালে স্যালাইন ও খনিজ পানি ভর্তি করে বিক্রি করেছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে কং হিসেবে উল্লেখ করা হয়েছে। সে স্বীকার করেছে, ৫৮ হাজার নকল ভায়াল তৈরির আগে আসল ভ্যাকসিনের মোড়ক গবেষণা করেছে। বেশ কিছু ভ্যাকসিন বিদেশে পাচার করা হয়েছে। তবে কোন দেশে তা পাঠানো হয়েছে জানা যায়নি।

নকল ভ্যাকসিন বিক্রির দায়ে গ্রেফতার হওয়া ৭০ জনের একজন হলেন কং। এসব গ্রেফতারের ঘটনায় ২০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। গত বছর এসব মামলা দায়ের করা হলেও এই সপ্তাহে বিস্তারিত জানানো হয়।

চীনা আদালতের রুল অনুসারে, কং ও তার দলের সদস্যরা ২.২৮ মিলিয়ন ডলার হাতিয়ে নেয় ভায়ালে স্যালাইন বা খনিজ পানি বিক্রি করে। গত বছরের আগস্ট থেকে তারা এই ভ্যাকসিন বিক্রি করছিল।

নভেম্বরে এসব নকল ভ্যাকসিনের ৬০০ ভায়ালের একটি চালান পাচার করা হয়। সেখান থেকে অন্য দেশে পাঠানো হয়।  

নকল ভ্যাকসিন বিক্রির ক্ষেত্রে দাবি করা হয়, আসল উৎপাদনকারীদের কাছ থেকে ঘনিষ্ঠ চ্যানেলের মাধ্যমে এসব সংগ্রহ করা হয়েছে।

আরেকটি মামলার ক্ষেত্রে হাসপাতালে চড়া দামে নকল ভ্যাকসিন বিক্রি করা হয়েছে।