বিক্ষোভকারীদের ‘দেখামাত্র গুলির’ হুমকি মিয়ানমার সেনাদের

মিয়ানমারের সেনা ও পুলিশ সদস্যরা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করে সামরিক সরকারবিরোধী বিক্ষোভকারীদের হুমকি দিচ্ছে। গবেষকরা এমন তথ্য দেওয়ার পর চীনা কোম্পানিটি জানিয়েছে, তারা সহিংসতা উসকে দেয় এমন সব কনটেন্ট সরিয়ে দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দেশটিতে নিষিদ্ধ হওয়ার পর বেড়েছে টিকটক ব্যবহার। ডিজিটাল মানবাধিকার গোষ্ঠী মিয়ানমার আইসিটি ফর ডেভেলপমেন্ট জানিয়েছে, বুধবার যখন একদিনে ৩৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন সেই সময়ে টিকটকে আট শতাধিক ভিডিও পাওয়া গেছে, যাতে প্রতিবাদকারীদের হুমকি দেওয়া হয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক হতাইকে অং বলেন, এটি শুধু যা আমরা পেয়েছি। উর্দি ছাড়া সেনা ও পুলিশের এমন হাজারো ভিডিও আছে।

মিয়ানমারের সেনাবাহিনী ও জান্তা সরকারের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোনও সাড়া দেননি।

ফেব্রুয়ারি মাসের শেষে দিকে প্রকাশিত একটি ভিডিও পর্যালোচনা করেছে রয়টার্স। এতে দেখা গেছে, উর্দি পরা এক সেনা সদস্য ক্যামেরার দিকে অ্যাসল্ট রাইফেল তাক করে বিক্ষোভকারীদের প্রতি বলছেন, আমি তোমাদের মুখে গুলি করবো…, আমি আসল গুলি ব্যবহার করছি।

ওই সেনা আরও বলেন, পুরো শহরে রাতে টহল দেবো এবং যাকে দেখবো তাকেই গুলি করবো। কেউ যদি শহীদ হতে চায় আমি তার ইচ্ছে পূরণ করবো।

রয়টার্সের পক্ষ থেকে ওই সেনা কিংবা উর্দি না পরা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।