চীনবিরোধী কোয়াড বৈঠকের আলোচনায় করোনা ভ্যাকসিন

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় তথাকথিত কোয়াড বৈঠকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা হতে যাচ্ছে। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও  অস্ট্রেলিয়া এই কোয়াডের সদস্য। শুরুতে চীনের আগ্রাসন মোকাবিলায় এটির বৈঠক হলেও শুক্রবার করোনা ভ্যাকসিন উৎপাদনে ভারতকে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে বৃহৎ টিকা প্রস্তুতকারক দেশ ভারত। বিশ্বের মোট ভ্যাকসিনের ৬০ শতাংশই তৈরি হয় ভারতে। এছাড়া বিশ্ববাজারে ভারতের তৈরি করোনা ভ্যাকসিনের চাহিদাও অনেক বেশি। আর তাই ভ্যাকসিন তৈরিতে ভারতকে সাহায্য করতেই এগিয়ে আসতে চলেছে কোয়াড। আর দ্রুততার সঙ্গে ভ্যাকসিন তৈরি, সেই ভ্যাকসিন প্রদানের কাজ সম্পন্ন করা এবং করোনার নতুন স্ট্রেনকে রুখতেই এই পদক্ষেপ। আর সেজন্য ভারতকে আর্থিকভাবে সাহায্য করতেই এই সিদ্ধান্ত।

এই বিষয়ে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, যত তাড়াতাড়ি টিকাকরণের কাজ সম্পন্ন হবে, তত তাড়াতাড়ি করোনার নতুন স্ট্রেনকে হারানো সম্ভব।

ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে কোয়াড গোষ্ঠী। চীনের লালফৌজের আগ্রাসী গতিবিধির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ তৈরি করতে চলতি মাসেই সদস্য দেশগুলোর প্রতিনিধিদের বৈঠকে বসার কথা ছিল। তবে আগামী শুক্রবারের এই বৈঠকে করোনার ভ্যাকসিনই আলোচনার মূল বিষয়বস্তু হতে চলেছে।  তবে মূল আলোচনা হবে দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসন নিয়ে।