ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত নিয়াস অঞ্চলে কম্পনটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রশান্ত মহাসাগরের রিং অব ভলকানো-র ওপর অবস্থিত ইন্দোনেশিয়া। অর্থাৎ,ভৌগোলিক কারণেই ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায়ই দেশটিতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। আর তাতে শত শত মানুষের মৃত্যু হয়।

এ বছরের গোড়ার দিকে দেশটির সুলায়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৪২ জনের মৃত্যু হয়। আহত হয় আরও ছয় শতাধিক মানুষ। সূত্র: রয়টার্স।