বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে মিয়ানমারে আটক ৩৯

বিস্ফোরণ ও সহিংসতায় জড়িত সন্দেহে মিয়ানমারের ৩৯ বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির জান্তা সরকার। বুধবার দেশটির সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব বিক্ষোভকারী নৃতাত্ত্বিক বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে চেয়েছিলো।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলের পর দেশটির বিভিন্ন শহরে ছোট ছোট বিস্ফোরণের ঘটনা বেড়েছে। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অব্যাহত নিপীড়নের মধ্যে দেশটির বিভিন্ন সরকারি অফিস এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব বিস্ফোরণের দায় কেউ স্বীকার করছে না। তবে সেনাবাহিনী এজন্য দেশকে অস্থিতিশীল করতে চাওয়া মানুষদের দায়ী করছে।

সেনাবাহিনী নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮টি হাতে তৈরি মাইন, ডেটোনেটর, ফিউজ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কিছু পরিমাণ গান পাউডারও উদ্ধার করার কথা জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্য থেকে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সামরিক প্রশিক্ষণ নেওয়ার চেষ্টায় ছিলো বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

তবে খান্ট সিথু নামের এক গ্রেফতারকৃত ব্যক্তির আত্মীয় জানিয়েছেন তাকে গ্রেফতারের দিন বাড়িতে অস্ত্রের খোঁজে পুলিশ তল্লাশি চালায়। তবে কোনও কিছু খুঁজে পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিবারের এক সদস্য জানান খান্ট সিথু প্রথমদিকে জান্তা সরকারবিরোধী বিক্ষোভে নিয়মিত যোগ দেওয়া শুরু করে। তবে পরে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী বলপ্রয়োগ শুরু করলে তা বন্ধ করে দেন তিনি।