আজেরি সীমান্তে রুশ সেনা চায় আর্মেনিয়া

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ায় সেখানে রুশ সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। বৃহস্পতিবার এই প্রস্তাব দেন তিনি। এর আগে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে আর্মেনিয়া ও আজারবাইজান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ার মধ্যস্থতায় গত বছর সেপ্টেম্বরে শুরু হওয়া আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাতের অবসান ঘটলেও নতুন করে সংঘাতে জড়িয়েছে দেশ দুটি। বুধবার আর্মেনিয়া দাবি করেছে, আজেরি বাহিনী আকস্মিক তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের তিন সেনা প্রাণ হারিয়েছেন। আহত হন আরও দু’জন। সীমান্ত এলাকায় সংঘাতে জড়ানোর অভিযোগ তোলে দেশটি। সামরিক উত্তেজনা সৃষ্টিতে একে অপরকে দায়ী করেছে উভয় দেশ।

বৃহস্পতিবার এক সরকারি বৈঠকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, ‘বর্তমান পরিস্থিতির আলোকে আমার মনে হয় আর্মেনিয়ান-আজেরি সীমান্তের পুরো অঞ্চলে রাশিয়ার সীমান্তরক্ষীদের মোতায়েনের প্রশ্নটি বিবেচনা করা যেতে পারে।’

নিকোল পাশিনিয়ান জানান, বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর এটি বাস্তবায়িত হলে সামরিক সংঘাত ছাড়াই সীমান্ত বিরোধ নিষ্পত্তি করা যাবে বলে আশা প্রকাশ করেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ওই সংঘাতে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। পরে নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে উপনীত হয় দুই দেশ।