ফের হামলার হুঁশিয়ারি তালেবানের

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীর বাড়িতে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। মঙ্গলবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, রাজধানী কাবুলের কঠোর নিরাপত্তা ঘেরা গ্রিন জোনের কাছেই প্রতিরক্ষামন্ত্রীর বাড়িটি অবস্থিত। তার বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলিবর্ষণ করা হয়। তবে ঘটনার সময় আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান বাড়িতে ছিলেন না। নৃশংস হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। 

আফগান সরকারের নেতাদের ওপর ভবিষ্যতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। দেশটি থেকে যখন বিদেশি সেনা প্রত্যাহারের শেষ পর্যায়ে, তখনই তালেবানের উত্থান ঘটছে। দেশটির নানগরহার, হেলমান্দসহ বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণে নিতে আফগান বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে তারা।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবারের হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে। কূটনৈতিক এলাকা গ্রিন জোনের দিকে তালেবানের হামলার ফলে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।