উত্তর কোরিয়ার ড্রোনকে সতর্ক করে দক্ষিণ কোরিয়ার গুলি

উত্তর কোরিয়া সীমান্তে চালকবিহীন ড্রোন বিমান উড্ডয়ন করায় সতর্ক করতে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনারা। বুধবার ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, দেশটির সেনারা অন্তত ২০ রাউন্ড গুলি বর্ষণ করে। এরপর উত্তর কোরিয়ার ড্রোন বিমানটি গতিপথ পরিবর্তন করে।

এর আগে দক্ষিণকোরিয়ারপ্রেসিডেন্টপার্কগিউন-হাইসর্বশেষহাইড্রোজেনবোমারপরীক্ষাচালানোয়উত্তরকোরিয়ার বিরুদ্ধে সর্বোচ্চশাস্তিনিশ্চিতকরতেআন্তর্জাতিকসম্প্রদায়ওচীনেরপ্রতিআহ্বানজানান।

উত্তরকোরিয়ারনেতাকিমজং-উনদেশটিরবিজ্ঞানীদেরযুক্তরাষ্ট্রেআঘাতহানতেসক্ষমএমনশক্তিশালীপারমাণবিকবোমাবানানোরকথাবলারপরদক্ষিণকোরিয়ারপ্রেসিডেন্টএআহ্বানজানালেন।

পার্কউত্তরকোরিয়ারগতসপ্তাহেরহাইড্রোজেনবোমারপরীক্ষাকেএকটিবড়ধরনেরউস্কানিহিসেবেবর্ণনাকরেন।তিনিবলেন, বিশ্বশান্তিওনিরাপত্তারক্ষেত্রেএটিএকটিঅগ্রহণযোগ্যচ্যালেঞ্জ।

বার্ষিকএকসংবাদসম্মেলনেপার্কবলেন, উত্তরকোরিয়ারগতসপ্তাহেরতৎপরতারবিরুদ্ধেআন্তর্জাতিকসম্প্রদায়কেঅবশ্যইপদক্ষেপনিতেহবে।কারণ, তাদেরএপরীক্ষাআগেরযেকোনওপরীক্ষাথেকেআলাদাছিল।

/এএ/বিএ/