মিয়ানমারের রাষ্ট্রদূত হত্যার পরিকল্পনা যুক্তরাষ্ট্রে

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিওয়া মোয়ে তুন-কে হত্যা অথবা গুরুতর আহত করার ষড়যন্ত্রের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদেরভিত্তিতে নিউ ইয়র্ক থেকে আটক হন মিয়ানমারের দুই নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এমন খবর জানিয়েছে।

মিয়ানমারের সু চি সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলে নেয় জান্তা। এরপর জাতিসংঘ নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিওয়া মোয়ে তুনকে বরখাস্ত করে সামিরক সরকার। তবে তা নাকচ করে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন তিনি। তাকে সমর্থন দিয়ে যাচ্ছে জাতিসংঘও। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে একের পর এক তথ্য ফাঁস করে চলছেন তিনি। তিনি সামরিক সরকারের একজন সোচ্চার সমালোচক হিসেবে বেশ পরিচিত।

নিজের জীবন হুমকিতে পড়তে যাচ্ছে হয়তো আন্দাজ করতে পারেননি রাষ্ট্রদূত কিওয়া মোয়ে। তার বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্র চলছে বেশ কিছুদিন ধরেই। এমন অভিযোগে সন্দেহভাজন মিয়ানমারের দুই নাগরিককে নিউ ইয়র্ক থেকে আটক করেছে পুলিশ। একজন ফিও হেইন হুত (২৮), অন্যজন ইয়ে হেইন জাও (২০) বছর বয়সী।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে এই দুইজন হামলাকারী নিয়োগের পরিকল্পনা করছিলেন। আমেরিকার মাটিতেই রাষ্ট্রদূতকে হামলার ষড়যন্ত্র চলে। ষড়যন্ত্রকারীদের দ্রুত আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের কথিত গণতান্ত্রিক সু চি সরকারকে উচ্ছেদে জোর করে ক্ষমতা দখলে নেয় জান্তা। এরপর থেকেই নাগরিকদের উপর দমন-পীড়ন চালাচ্ছে সেনারা। মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষ।