কোনও প্রতিশোধ নেওয়া হবে না: তালেবান

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার দ্বারপ্রান্তে থাকা তালেবানের এক মুখপাত্র বলেছেন, আফগান জনগণের ওপর কোনও প্রতিশোধ নেওয়া হবে না। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেন, আমরা আফগানিস্তানের জনগণকে, বিশেষ করে কাবুল শহরের বাসিন্দাদের নিশ্চয়তা দিতে চাই, তাদের সম্পত্তি, তাদের জীবন নিরাপদ। কোনও প্রতিশোধ নেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা জনগণ ও দেশের সেবক।

সুহাইল শাহীন বলেন, নেতারা নির্দেশ দিয়েছেন আমাদের যোদ্ধারা কাবুলের প্রবেশমুখে অবস্থান করবে। শহরে প্রবেশ করবে না। আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।

তিনি আরও জানান, সব আফগানের উচিত ইসলামি সরকারে অংশগ্রহণ করা। এর অর্থ হলো তালেবান না হলেও আফগানদের সরকারের অন্তর্ভুক্ত করা হবে।

অপর এক সাক্ষাৎকারে শাহীন বলেছেন, আমরা নারীদের অধিকারের প্রতি সম্মান জানাবো। আমাদের নীতি হলো নারীদের শিক্ষা ও কাজের সুযোগ থাকবে, হিজাব পরতে হবে।

তিনি আরও বলেন, কারও দেশত্যাগ করা উচিত না। আমাদের সব মেধা ও সামর্থ্য প্রয়োজন। আমরা চাই সবাই দেশে থাকুন এবং দেশের কাজে অংশগ্রহণ করুন।