আফগান সীমান্ত বন্ধ করলো ইরান

আফগানিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিজানকে এই তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত বিষয়ক দফতরের পরিচালক হোসেইন কাসেমি জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী ইরানের তিনটি প্রদেশকে আফগান নাগরিকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আফগানিস্তানে চলমান অস্থিরতা এবং করোনাভাইরাস বিধিনিষেধকে উদ্ধৃত করে এই সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে মিজান।

গত মঙ্গলবার হোসেইন কাসেমি বলেন, আফগান সীমান্তে শরণার্থী শিবির স্থাপন করছে ইরান। তালেবানের ভয়ে দেশটির নাগরিকেরা পালাতে পারে এমন ধারণা থেকেই শিবির স্থাপনের কথা জানান তিনি।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের অক্টোবর পর্যন্ত ইরানে প্রায় সাত লাখ ৮০ হাজার আফগান শরণার্থী বসবাস করছে।