আফগান ইস্যুতে শি-পুতিন ফোনালাপ

টেলিফোনে আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেছেন আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে চীন। এছাড়াও তিনি বলেছেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার নীতি বজায় রাখবে বেইজিং।

এছাড়া দুই নেতা একমত হয়েছেন যে বর্তমানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি জটিল এবং দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে দুই দেশই যোগাযোগ বজায় রাখবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, জিনজিয়াং নিয়ে নেতিবাচক মনোভাব দেখালে তালেবানের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে।

তবে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের ফোনালাপে আফগানিস্তানে পশ্চিমাদের ভূমিকা নিয়ে কোনও কথা হয়নি। তবে শি জিনপিং সব দলের রাজনৈতিক আলাপের উপর গুরুত্ব দিয়েছেন।