ফের চালু হয়েছে উ. কোরিয়ার পারমাণবিক হৃদপিণ্ড: জাতিসংঘ

উত্তর কোরিয়া বন্ধ থাকা ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লির কার্যক্রম পুনরায় চালু করেছে বলে ধারণা জাতিসংঘের। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই চুল্লি কমপ্লেক্সে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন করছে কিম জং উনের দেশ।

২০০৯ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে নিষেধাজ্ঞা দেয় পিয়ংইয়ং। এরপরও স্যাটেলাইটের মাধ্যমে গোপনে নজরদারি চালায় আইএইএ। নিষেধাজ্ঞার পর থেকে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন কার্যক্রম চালিয়ে গেছে উত্তর কোরিয়া। পরীক্ষামূলকভাবে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণও ঘটানো হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে পারমাণবিক পরীক্ষা চালায়।

পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, গত জুলাই থেকে ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লিটিতে শীতল পানি নিষ্কাশন হয়েছে। এর অর্থ হচ্ছে, চুল্লিটি চালু হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির অন্যতম এই ইয়ংবিয়ন চুল্লি। পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চুল্লিটিকে দেশটির পারমাণবিক কর্মসূচির হৃদপিন্ড বলা হয়ে থাকে।