পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

আফগানিস্তানের পাঞ্জশির দখলে নেওয়ার দাবি করে প্রাদেশিক গভর্নরের কার্যালয়ে পতাকা উড়িয়ে দিয়েছে সশস্ত্র তালেবান যোদ্ধরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত একটি ভিডিও-তে দেখা গেছে, প্রাদেশিক ভবনের বাইরে পতাকা তুলে স্লোগান দিচ্ছেন কয়েকজন তালেবান সদস্য।

তালেবান আফগানিস্তানের পাঞ্জশির বাদে সবকটি প্রদশে নিয়ন্ত্রণে নেয় অনেক আগেই। তবে সেখানে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ)-এর যোদ্ধার এতদিন প্রতিরোধ গড়ে তোলায় তা নিয়ন্ত্রণে নিতে পারেনি তালেবান। তবে উপত্যাকা দখলে নিতে কয়েকদিন তীব্র লড়াই চালিয়ে আসছে তালেবান যোদ্ধরা।

সোমবার আফগানিস্তানের শেষ প্রদেশ পাঞ্জশিরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে তালেবান। তালেবান মুখপাত্র বলেন, ‘এই জয়ের মাধ্যমে আমাদের দেশ সম্পূর্ণভাবে যুদ্ধের জঞ্জাল মুক্ত হলো।’ তবে তালেবানের এই দাবি অস্বীকার করেছে আহমেদ মাসুদের নেতৃত্বাধীন দল এনআরএফ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে, তীব্র লড়াই দু'পক্ষেরই ব্যাপক প্রাণহানি হয়েছে। অল্প সময়ের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা দিতে যাচ্ছে তালেবান।