কাবুল বিমানবন্দর নিয়ে যুক্তরাষ্ট্র ও কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক

কাবুল বিমানবন্দর থেকে ফের ফ্লাইট চালু করতে যুক্তরাষ্ট্র ও কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক। মঙ্গলবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ।

মেভলুত কাভুসোগলু বলেন, নিরাপত্তার নিশ্চয়তা না পেলে এয়ারলাইন্সগুলো কাবুল বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে না। এমন বাস্তবতায় ফ্লাইট চালুর বিষয়ে ওয়াশিংটন ও দোহার সঙ্গে কাজ করছে আঙ্কারা।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এয়ারপোর্টের নিরাপত্তার বিষয়টিই প্রধান মানদণ্ড। কিন্তু এটি কে নিশ্চিত করবে? তালেবান বিশ্বাস করে, এই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কিন্তু কোনও এয়ারলাইন তার সুরক্ষার বিষয়টি নিশ্চিত হওয়ার আগে ফ্লাইট চালুর সাহস করবে না। এখন এ বিষয়টির প্রতি জোর দেওয়া হচ্ছে। এর বাইরে কারিগরি বিষয়ও রয়েছে।