তালেবান সরকার ‘ঠগ ও কসাই’: মার্কিন আইনপ্রণেতা

আফগানিস্তানের তালেবানের নতুন সরকারের লাইনআপকে ‘ঠগ ও কসাই’ অ্যাখা দিয়েছেন মার্কিন রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সিনেটর লিন্ডসে গ্রাহাম। একইসঙ্গে তালেবানকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বর্ণনা দিয়েছেন এই আইনপ্রণেতা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান গোষ্ঠী। নতুন সরকারে বেশ কয়েকজন বিতর্কিত লোককে রেখেছে তালেবান। এ নিয়ে প্রবীণ সিনেটর গ্রাহাম বলেন, নতুন সরকার গঠনই বলে দিচ্ছে আফগানিস্তান থেকে সরে আসা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সিদ্ধান্ত কতটা খারাপ ছিল।

গ্রাহাম আরও বলেন, ‘গোষ্ঠীটিকে আফগানিস্তানের সরকার হিসেবে বাইডেন প্রশাসন স্বীকৃতি দেওয়ার চেষ্টা করলে আমি এর বিরোধিতা করবো। কারণ তালেবান একটি সন্ত্রাসী সংগঠন

কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। দলটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তের নাম ঘোষণা করেন।

মুজাহিদ নতুন ইসলামি সরকারের দায়িত্ব প্রাপ্ত ৩৩ সদস্যের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে সিরাজুদ্দিন হাক্কানিকে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করা হয়েছে। তিনি হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার ছেলে ও যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত সন্ত্রাসী।

সূত্র: বিবিসি