সুরক্ষা পোশাকে উ. কোরিয়ার প্যারেড

৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে রাত্রীকালীন সামরিক প্যারেড করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্যারেডের যেসব ছবি প্রকাশ করেছে, তাতে সেনা সদস্যদের একটি দলকে ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরে অংশ নিতে দেখা গেছে। তবে অন্য প্যারেডগুলোর মতো এতে কোনও ধরণের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শণ করা হয়নি।

প্যারেডে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কয়ারে বুধবার মধ্যরাতে প্যারেড অনুষ্ঠিত হয়।

দৃশ্যত করোনাভাইরাস মোকাবিলায় নেওয়া পদক্ষেপ হিসেবে সুরক্ষা পোশাক পরিহিত সেনাদল মহড়ায় অংশ নেয়। এতে বেশ কিছু প্রথাগত অস্ত্র প্রদর্শন করা হলেও কোনও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছিলো না।

ওই প্যারেডে কোনও বক্তব্যও রাখেননি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।