হিজাব না পরা মেয়েরা কাটা তরমুজের মতো, তালেবান নেতার বিতর্কিত মন্তব্য

হিজাব না পরা নারীদের ‘কাটা তরমুজ’-এর মতো দেখা যায় বলে বিতর্কিত মন্তব্য করেছেন তালেবানের এক নেতা। ভাইরাল হওয়া ভিডিও-তে ওই তালেবান যোদ্ধা বলেন হিজাব না পরা সব নারী আসলে ‘কাটা তরমুজ’। তার এই মন্তব্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখিয়েছেন সচেতন নাগরিকরা।

ক্ষমতা দখলের পর তালেবান নেতাদের বলতে শোনা গেছে, আফগান নারীদের পূর্ণ সম্মান দেওয়া হবে। এমনকি পড়াশোনা এবং কাজেরও সুযোগ পাবেন তারা। কিন্তু দিন যত যাচ্ছে তালেবানকে পুরনো রূপে দেখা যাচ্ছে। এই যেমন, এক টকশোতে অংশ নিয়ে নারীদের প্রসঙ্গে তালেবান যোদ্ধা বলেন, হিজাব না পরা নারীরা হলো কাটা তরমুজ।

তিনি বলেন, ‘আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা মেয়েরা হলো ‘কাটা তরমুজ’।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। আপলোডের পরপরই প্রচুর সংখ্যক মানুষ দেখেন এবং শেয়ার করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তালেবানের বিরুদ্ধে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।