পাঞ্জশিরে তালেবানের সঙ্গে সংঘর্ষে আমরুল্লাহ সালেহ’র ভাই নিহত

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রহুল্লাহ সালেহ তালেবানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, পাঞ্জশিরে সংঘর্ষে রহুল্লাহকে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। হত্যার আগে তাকে নির্যাতন করা হয়।

তালেবান কাবুল দখলের পর পাঞ্জশিরে প্রতিরোধ বাহিনী গড়ে তোলা হয়েছে। ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট নামের এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন আহমদ মাসুদ।

সম্প্রতি তালেবান দাবি করেছে, প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে প্রবল লড়াইয়ের মধ্য দিয়ে পাঞ্জশির উপত্যকা দখল নিতে সমর্থ হয়ে তারা। কিন্তু এমন দাবি অস্বীকার করে আসছে আহমদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট। এই ফ্রন্টে আছেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও।