মার্কিন বাহিনী প্রত্যাহারের পর কাবুলে কাতারের দ্বিতীয় যাত্রীবাহী বিমান 

আফগানের রাজধানী কাবুল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের দ্বিতীয় যাত্রীবাহী বিমান অবতরণ করেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রানওয়েতে নামার পর বিমান থেকে ত্রাণ নামাতে দেখা গেছে সংশ্লিষ্টদের। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো কাতার এয়ারওয়েজের একটি বিমান কাবুলে অবতরণ করে। তবে এই বিমানটিতে করে কাবুলে আটকে থাকা বিদেশি এবং আফগান নাগরিকদের সরিয়ে নেওয়া হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে (৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রথমবার কাবুল থেকে শতাধিক বিদেশি যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের একটি যাত্রীবাহী ফ্লাইট উড্ডয়ন করে। এয়ারপোর্টটিতে শিগগিরই নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান ও কাতারের কর্মকর্তারা।

সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান গোষ্ঠী। দলটি জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে নতুন সরকার।