তালেবানের ভয়ে পোশাক বদলাচ্ছে আফগানরা, বিক্রি বেড়েছে ঐতিহ্যবাহী পোশাকের

তালেবান ক্ষমতায় আসার পর থেকেই কাবুলের সাধারণ মানুষের জীবন যাত্রায় এসেছে আমূল পরিবর্তন। পোশাক-আশাকে নারীদের পাশাপাশি অনেক পুরুষও ধরন বদলেছে। কাবুলের কাপড় বিক্রেতারা বলছেন, তাদের দোকানে এখন ঐতিহ্যবাহী পোশাকের বিক্রি বেড়েছে দ্বিগুণ।

‘আমাদের ব্যবসায় এখন পরিবর্তন এসেছে। লোকেরা এখন জিন্স, টি-শার্ট কিন্তু দোকানে আসছে না। দেখুন এখাকার মানুষের কাছে এখন টাকা না থাকা সত্বেও ঐতিহ্যবাহী পোশাক কিনতে দোকানে আগের চেয়েও বেশি ভিড় করছে’। বার্তা সংস্থা রয়টার্সকে বলছিলেন, কাবুলের কাপড় বিক্রেতা আব্দুল হামিদ।

যেসব ব্যবসায়ীরা বছরের পর বছর পশ্চিমা পোশাক জিন্স, স্যুট ইত্যাদি বিক্রি করে আসছেন তারা এখন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কমে গেছে আয়ের চাকা।

রয়র্টাসকে সৈয়দ নুমান বলেন, সাধারণ মানুষ তার দোকানে ঢুকতে এখন সাহস পায় না। কারণ এখানে নারীদের ঝলমলে পোশাক পাওয়া যায়। তালেবান কড়া নজর রাখে।

নারীদের এমন পোশাক বিক্রি এখন নেই

তালেবান ক্ষমতা দখলের আগে আফগানিস্তানের রাস্তায় নারীদের আনাগোনা ছিল। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। আতঙ্কে ঘর থেকেই বের হচ্ছেন না অনেকে।

এ বিষয়ে সৈয়দ নুমান জানান, ইসলামিক আমিরাত আপাতত আমাদের ব্যবসা পরিচালনা করার অনুমতি দিয়েছে। যদি ভালো কিছু হয় তবে চালিয়ে যাবো। তা না হলে এই ব্যবসা বন্ধ করে নতুন কিছু শুরু করতে হবে।