X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

দুই বছর পর আফগানিস্তান থেকে মুক্তি পেলেন এক মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৫, ২১:৪৬আপডেট : ২১ মার্চ ২০২৫, ২১:৪৬

আফগানিস্তানে দুই বছরের বেশি সময় আটক থাকার পর তালেবানের হাত থেকে মুক্তি পেয়েছেন একজন মার্কিন নাগরিক। জর্জ গ্লেজম্যান নামের এই মার্কিন নাগরিক পেশায় এয়ারলাইন্স মেকানিক। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের উদ্দেশে একটি ফ্লাইটে করে আফগানিস্তান ত্যাগ করেন এবং পরে যুক্তরাষ্ট্রে ফিরে যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

২০২২ সালের ডিসেম্বরে পর্যটক হিসেবে আফগানিস্তান সফরকালে তালেবানের হাতে আটক হন গ্লেজম্যান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত হয় তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত অ্যাডাম বোয়েলার ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর।

তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লেজম্যানকে মানবিক কারণে এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। 

তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বোয়েলারের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত  সাবেক আফগান দূত জালমে খলিলজাদ। 

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দুই সরকারের মধ্যে যোগাযোগ সাধারণত অন্য দেশে হয়ে থাকে। কাতার জানিয়েছে, তারা গ্লেজম্যানের মুক্তির চুক্তি প্রক্রিয়ায় মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। 

একটি এক্স (টুইটার) পোস্টে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এই চুক্তিটি আফগানিস্তানের পক্ষ থেকে সব পক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সত্যিকার অর্থে জড়িত হওয়ার প্রস্তুতির ইঙ্গিত।

রুবিও জানান, ৬৫ বছর বয়সী ডেল্টা এয়ার লাইন্সের এই মেকানিক শিগগিরই তার স্ত্রী আলেকজান্দ্রার সঙ্গে পুনরায় মিলিত হবেন। তিনি গ্লেজম্যানের মুক্তিতে কাতারের অপরিহার্য ভূমিকার জন্য ধন্যবাদ জানান। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে কাতারের উদ্দেশে ফ্লাইটে ওঠার আগে গ্লেজম্যানের ছবি তোলা হয়, যেখানে তাকে বোয়েলার, খলিলজাদ ও কাতারি কর্মকর্তাদের সঙ্গে দেখা গেছে। 

মার্কিন নাগরিকদের বিদেশে আটকের ঘটনা পর্যবেক্ষণকারী জেমস ফোলি ফাউন্ডেশন জানিয়েছে, আটক থাকাকালীন গ্লেজম্যানের সঙ্গে তার স্ত্রীর মাঝে মাঝে ও সীমিত টেলিফোন যোগাযোগ ছিল। সংস্থাটি আরও জানিয়েছে, আটক থাকার সময় তার স্বাস্থ্যের অবস্থা উল্লেখযোগ্যভাবে অবনতি ঘটে এবং তার তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন ছিল।

/এএ/
সম্পর্কিত
১২৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক
ফিলিপাইনের বিমানবন্দরে গাড়িচাপায় শিশুসহ নিহত ২
যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে পুনর্নির্বাচিত অস্ট্রেলিয়া সরকার
সর্বশেষ খবর
জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত: নাহিদ ইসলাম
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত: নাহিদ ইসলাম
১২৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক
১২৯ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক
এলপিজির দাম কমলো ১৯ টাকা
এলপিজির দাম কমলো ১৯ টাকা
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?