পরিত্যাক্ত যুদ্ধবিমানের ডানায় দোল খাচ্ছে তালেবান (ভিডিও)

মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরের ৭৩টি এয়ারক্রাফট অকার্যকর করে দিয়ে যায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের বিদায়ের পর এয়ারপোর্টে উচ্ছ্বসিত তালেবান সদস্যদের হাসিও কিছুটা স্তিমিত হয়ে আসে, যখন তারা জানতে পারেন বিমানগুলো আর চলাচলের মতো অবস্থায় নেই। এয়ারক্রাফটগুলো ফের সচল করতে যখন মরিয়া তালেবান সেই মুহূর্তেই ভাইরাল হলো দলটির এক সদস্যের যুদ্ধবিমানের ডানায় দোল খাওয়ার ভিডিও।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও। এতে দেখা যায়, বিশাল এক যুদ্ধবিমানের ডানায় দড়ি ঝুলিয়ে মনের আনন্দে দোল খাচ্ছেন তালেবানের এক সদস্য। অন্য একজন তাকে তাকে দোল দিচ্ছে। আর পাশে থাকা অন্যরাও উপভোগ করছে এমন দৃশ্য।

যে যুদ্ধ বিমানের ডানায় দোলনা বানিয়ে ঝুলছিল তালেবানের ওই সদস্য, সেটিকে অবশ্য কয়েক বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করে আফগান বাহিনী। এরপর থেকে অযত্নে সেখানেই পড়েছিল এটি।

এদিকে ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিতে ছাড়েনি চীন। নিজের ভেরিফাইভ টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার শেয়ার করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাম্রাজ্যের (মার্কিন সাম্রাজ্যবাদ) সমাধি এবং তাদের যুদ্ধাস্ত্র। তালেবান তাদের বিমানকে দোলনা আর খেলনায় রূপ দিয়েছে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।