৯/১১ হামলার বার্ষিকীতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান বাতিল করলো তালেবান

৯/১১ হামলার বার্ষিকীতে আফগানিস্তানের তালেবান সরকারের শপথ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নতুন তত্ত্বাবধায়ক সরকারে সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামঙ্গানি-এর বরাতে খবর প্রকাশ করেছে রুশ নিউজ এজেন্সি তাস।

এক টুইটবার্তায় ইনামুল্লাহ সামঙ্গানি বলেন, ‘নতুন আফগান সরকারের অনুষ্ঠান আপাতত বাতিল করা হয়েছে। মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্য ইসলামিক আমিরাতের নেতৃত্ব মন্ত্রিসভার একাংশ ঘোষণা করা হয়। যা ইতিমধ্যেই কাজ শুরু করেছে’। 

এর আগে তালেবান দলের সূত্রে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর দিনটিতে শপথ অনুষ্ঠানের জন্য বেছে নেয় তালেবানের শীর্ষ নেতারা। শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান, ভারত ও ইরানকে আমন্ত্রণ জানিয়েছে তালেবান। কিন্তু রাশিয়া কাতারকে জানিয়ে দেয় ৯/১১ হামলার বার্ষিকীতে শপথ অনুষ্ঠানের আয়োজন হলে অংশ নেবে না মস্কো। 

এক প্রতিবেদনে এসেছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মিত্ররা কাতারকে চাপ দিচ্ছিলো যে ৯/১১ এ আফগানিস্তানের নতুন সরকারের কোনও শপথ অনুষ্ঠানের আয়োজন যেন না হয়। রাজধানী কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর গত (৭ সেপ্টেম্বর) ৩৩ সদস্যের তত্ত্বাবধায়ক সরকার গঠন ঘোষণা করে তালেবান গোষ্ঠী।