পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি চায় আফগানিস্তান

পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সুযোগ চেয়ে আবেদন করেছে আফগানিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি। আফগানিস্তানের পক্ষ থেকে আরিয়ানা আফগান এবং কাম এয়ার নামের দুইটি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনা শুরু করতে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

তালেবানের গঠন করা ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের এভিয়েশন ও ট্রান্সপোর্ট মন্ত্রণালয়ের তরফ থেকে চিঠি দিয়ে পাকিস্তানকে ওই অনুরোধ করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর চিঠিটি পাঠানো হয়েছে।

আফগান মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, তাদের এয়ারলাইন্স দুইটি নির্ধারিত ফ্লাইট পরিচালনা করতে চায়। আর এই প্রক্রিয়া সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে।

আমেরিকান সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরের ক্ষতি হওয়ার কথা স্বীকার করে ওই চিঠিতে বলা হয়েছে, ‘কাতারের ভাইদের প্রাযুক্তিক সহায়তায় বিমানবন্দরটি আবারও সচল হয়েছে আর গত ৬ সেপ্টেম্বর বিমানচালকদের এই বিষয়ে জানানো হয়েছে।’

এদিকে কাতারের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে, তালেবানকে বাদ দিয়ে কাবুল বিমানবন্দর পরিচালনার দায়িত্ব নেবে না তারা। এই মুহূর্তে সবকিছু আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুলরাহমান আল থানি।