আফগান নারীদের বিক্ষোভের ভিডিও

তালেবান সরকারের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন কয়েকজন অ্যাক্টিভিস্ট। রবিবার তারা এই বিক্ষোভ করেন। এই বিক্ষোভের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন ইরানি নারী সাংবাদিক মাসিহ আলী নেজাদ।

টুইটার বার্তায় ইরানি সাংবাদিক লিখেছেন, সাহসী আফগান নারীরা তাদের অধিকার ছেড়ে দিচ্ছেন না। তালেবান নারী বিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করায় এবং এর বদলে পূণ্যের প্রচার ও পাপ দমন মন্ত্রণালয় গঠন করায় অধিকার হারানো নারীরা রাস্তায় নেমে এসেছে।