কাবুলে ডব্লিউএইচও প্রধান, আন্তর্জাতিক সহায়তার আহ্বান তালেবানের

আফগানিস্তানে ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিসের সঙ্গে তালেবান নেতাদের এক বৈঠকের সময় এই আহ্বান জানানো হয়েছে।

কাবুল সফরের সময় ডব্লিউএইচও প্রধান আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন। আফগান প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি স্বাস্থ্য খাত এবং অন্যান্য ক্ষেত্রে ত্রাণ সহায়তা না দেয়, তাহলে আফগানিস্তান মানবিক সংকটের মুখে পড়বে।’

বেশ কয়েকটি দেশ ও প্রতিষ্ঠানে আফগান সরকারের জব্দ হয়ে থাকা সম্পদ ছাড় করারও আহ্বান জানান আফগান প্রধানমন্ত্রী। ডব্লিউএইচও প্রতিনিধি দলকে তিনি বলেন, ‘চাপে সমস্যার সমাধান হবে না, আলোচনার মাধ্যমে তা হতে পারে। এখনও যেসব নিষেধাজ্ঞা বহাল রয়েছে, সেগুলো প্রত্যাহার হওয়া উচিত।’

তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, ডব্লিউএইচও প্রতিনিধি দলটি জানিয়েছে তারা আফগানিস্তানে মানবিক সংকট এড়ানোর চেষ্টা চালাবে তারা। এছাড়া সহায়তা বাড়ানোরও চেষ্টা করা হবে।