আফগানিস্তানের কেউ জাতিসংঘে ভাষণের সুযোগ পাচ্ছে না

জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে ভাষণ দিতে পারছে না আফগানিস্তানের কোনও প্রতিনিধি। তালেবানের কাছে উৎখাত হওয়া দেশটির সরকারের প্রতিনিধি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার  নিউ ইয়র্কে অধিবেশনের শেষ দিনে ভাষণ দেওয়ার কথা ছিলো তার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তালেবান ক্ষমতা দখলের পর নিউ ইয়র্কে জাতিসংঘ দফতরে আফগান প্রতিনিধি হওয়া নিয়ে তালেবান ও উৎকৃত সরকারের মধ্যে প্রতিযোগিতা চলছে।

গত সপ্তাহে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য রাখার সুযোগ চেয়ে জাতিসংঘে চিঠি পাঠান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি তালেবানের দোহা কার্যালয়ের প্রতিনিধি সুহাইল শাহিনকে আফগানিস্তানের নতুন জাতিসংঘ দূত হিসেবে মনোনয়ন দেন।

এদিকে আফগানিস্তানের উৎখাত হওয়া সরকারের বর্তমান জাতিসংঘ দূত গুলাম ইসহাকজাই ও তার স্বীকৃতির নবায়ন চান। সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের শেষ দিনে বক্তব্য রাখার কথা থাকলেও কূটনীতিকেরা জানিয়েছেন, রবিবার রাতেই নাম প্রত্যাহার করে নেন তিনি।

তাৎক্ষণিকভাবে এনিয়ে কোনও মন্তব্য করেননি গুলাম ইসহাকজাই।