কাবুল বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছেন না নারীরা

শিক্ষকতা কিংবা কাজের জন্য নারীরা কাবুল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়টির তালেবান নিযুক্ত চ্যান্সেলর মোহাম্মদ আশরাফ ঘাইরাত এক টুইট বার্তায় এতথ্য জানান। সোমবার এক টুইট বার্তায় তিনি জানান, যতক্ষণ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক পরিবেশ তৈরি করা না হচ্ছে ততক্ষণ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সোমবার কাবুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের টুইট বার্তায় লেখেন, ‘যতক্ষণ সবার জন্য সত্যিকার ইসলামিক পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না ততক্ষণ নারীরা বিশ্ববিদ্যালয়ে আসতে কিংবা কাজ করতে পারবেন না। ইসলামই প্রথম।’

এর আগে পশতু ভাষায় এক টুইট বার্তায় চ্যান্সেলর মোহাম্মদ আশরাফ ঘাইরাত জানান, নারী শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার চেষ্টা চলছে তবে এই পরিকল্পনা কখন বাস্তবায়ন হবে তা জানাননি তিনি।

টুইটার বার্তায় তিনি লেখেন, নারী শিক্ষকের অভাবে আমরা পর্দার আড়াল থেকে পুরুষ শিক্ষক দিয়ে ক্লাস চালানোর পরিকল্পনা নিয়ে কাজ করছি। এভাবেই ইসলামিক পরিবেশ নিশ্চিত করে নারী শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করা হবে।