পাকিস্তানে এক পিয়ন পদে ১৫ লাখ মানুষের আবেদন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে বেকারতহার সাড়ে ছয় শতাংশ দাবি করলেও পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। পাকিস্তান ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিক্স (পিআইডিই)-এর তথ্য অনুসারে, দেশটির বেকারত্বের হার ইমরানের দাবির চেয়ে বেশি, ১৬ শতাংশ। বর্তমান সময়ে শিক্ষিত জনগোষ্ঠীর অন্তত ২৪ শতাংশ বেকার।

পাকিস্তানে বেকারত্ব যে চরম আকার ধারণ করেছে সেটির চিত্র ফুটে উঠেছে ডন পত্রিকার একটি প্রতিবেদনে। সিনেটের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে দেওয়া ব্রিফিংয়ে ইন্সটিটিউটটি উল্লেখ করেছে, আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটদের ৪০ শতাংশ বেকার। অনেকে ভালো চাকরি না পেয়েছে নিজেদের এমফিল শিক্ষায় নিয়োজিত করছে।

সিনেট কমিটিকে জানানো হয়েছে, সম্প্রতি পাকিস্তানের একটি হাই কোর্টে একজন পিয়ন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই শূন্যপদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেছেন অন্তত ১৫ লাখ মানুষ। পিয়ন পদে আবেদনকারীদের মধ্যে রয়েছেন এমফিল ডিগ্রিধারীরা।

পিআইডিই কর্মকর্তারা জানান, দেশের বেকারত্ব নিয়ে সরকারি পর্যায়ে কোনও গবেষণা হয়নি। যা হয়েছে তা বিদেশ থেকে। অনেক গবেষণা ইন্সটিটিউট সক্রিয় থাকলেও এগুলোর গবেষণার লক্ষ্য অর্জিত হয়নি।